স্নায়ুযুদ্ধ (১৯৪৭ - ১৯৯১ খ্রি.)
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে জন্ম নেয় দুই পরাশক্তি; মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। উভয় দেশ তাদের স্বীয় প্রভাব বলয় বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়। পৃথিবী দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America: USA) এর নেতৃত্ব পুঁজিবাদী বিশ্ব (প্রথম বিশ্ব) একত্রিত হয়, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন (Union of Soviet Socialist Republics - USSR) এর নেতৃত্ব সমাজতান্ত্রিক বিশ্ব (দ্বিতীয় বিশ্ব) এক পতাকাতলে একত্রিত হয়। দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হয়ে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক কলাকৌশল, প্রচারণা শক্তির মাধ্যমে একে অপরকে পরাভূত করার প্রচেষ্টায় লিপ্ত হয়। উভয়ের মধ্যকার উত্তেজনাকর সেই সময়কে স্নায়ুযুদ্ধ (Cold War) হিসেবে অভিহিত করা হয় ।