মানব সমাজের বিবর্তন Evolution of human society)
পৃথিবীর আনুমানিক বয়স ৪৫০ কোটি বছর। পৃথিবীতে মানুষ। এসেছে প্রায় দুই মিলিয়ন বা বিশ লক্ষ বছর আগে। প্রায় বিশ ১ হাজার বছর পূর্ব থেকে আধুনিক মানুষের যুগ শুরু হয়েছে। মানব। সমাজের বিবর্তনকে ৩টি প্রধান যুগে ভাগ করা হয়। যথা- প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লোহার যুগ।