পৃথিবীর গতি প্রধানত দুই প্রকার— ঘূর্ণন গতি এবং পরিক্রমণ গতি। ঘূর্ণন গতি হলো পৃথিবীর নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘূর্ণায়মান হওয়া, যা সম্পন্ন হতে ২৪ ঘণ্টা সময় নেয় এবং এর ফলে দিন ও রাতের সৃষ্টি হয়। অন্যদিকে, পরিক্রমণ গতি হলো পৃথিবীর সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান হওয়া, যা সম্পন্ন হতে ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে এবং এর ফলে বছর ও ঋতুর সৃষ্টি হয়। পৃথিবীর ঘূর্ণন গতির গতি প্রায় ১৬৭০ কিমি/ঘণ্টা (বিষুবরেখায়), আর পরিক্রমণ গতির গড় গতি প্রায় ১,০৭,০০০ কিমি/ঘণ্টা। পৃথিবীর অক্ষ ২৩.৫° কোণে হেলে থাকার কারণে ঋতুর পরিবর্তন ঘটে, এবং সূর্যের অবস্থানের পরিবর্তনের ফলে দিন ও রাতের দৈর্ঘ্যের ভিন্নতা দেখা যায়। এই গতির ফলেই সময়, ঋতু ও জলবায়ুর বৈচিত্র্য ঘটে, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।