বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস
ঔপন্যাসিক (Author) | উপন্যাস (Novel) |
প্যারীচাঁদ মিত্র | আলালের ঘরের দুলাল' (১৮৫৮): বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | দুর্গেশনন্দিনী' (১৮৬৫): এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস , 'কপালকুণ্ডলা', 'মৃণালিনী', 'কৃষ্ণকান্তের উইল', 'ইন্দিরা', 'যুগলাঙ্গুরীয়', 'দেবী চৌধুরাণী', 'রাধারানী', 'সীতারাম', 'রজনী', 'চন্দ্রশেখর', 'আনন্দমঠ', 'রাজসিংহ', 'বিষবৃক্ষ' |
রবীন্দ্রনাথ ঠাকুর | বৌঠাকুরানীর হাট' (১৮৮৩): প্রথম প্রকাশিত উপন্যাস 'চোখের বালি', 'গোরা', 'ঘরে-বাইরে', 'যোগাযোগ', 'শেষের কবিতা', 'দুইবোন', 'চার অধ্যায়', 'মালঞ্চ', 'চতুরঙ্গ', 'রাজর্ষি', 'নৌকাডুবি', ' |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | বড়দিদি' (১৯০৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস । 'শ্রীকান্ত' (প্রথম খণ্ড- ১৯১৭, দ্বিতীয় খণ্ড- ১৯১৮, তৃতীয় খণ্ড- ১৯২৭, চতুর্থ খণ্ড- ১৯৩৩)। এটি তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস, 'গৃহদাহ', 'পথের দাবী', 'পল্লীসমাজ', 'দেবদাস', 'চরিত্রহীন', 'নববিধান', 'দত্তা', 'দেনা পাওনা', 'পরিণীতা', 'বিরাজ বৌ', 'পণ্ডিত মশাই', 'শেষ প্রশ্ন', 'শেষের পরিচয়' |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | পথের পাঁচালী' (1929): এটি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'অপরাজিত', 'আরণ্যক', 'আদর্শ হিন্দু হোটেল', 'অনুবর্তন', 'দৃষ্টিপ্রদীপ', 'ইছামতি', 'অশনি সংকেত', 'দেবযান' |
কালীপ্রসন্ন সিংহ | হুতোম প্যাঁচার নকশা' (1862): এটি রম্য রচনা |
রমেশচন্দ্র দত্ত | বঙ্গবিজেতা' (1879), 'মাধবীকঙ্কন' (1879), 'জীবনপ্রভাত' (1879), 'জীবনসন্ধ্যা' (1879). প্রথম দুটি উপন্যাস সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দেয়, তৃতীয়টি রাণা প্রতাপ সিংহের আকবরের বিরুদ্ধে সংগ্রামের বর্ণনা দেয় এবং চতুর্থটি শিবাজির অধীনে মারাঠা শক্তির উত্থানের বর্ণনা দেয়। এই চারটি উপন্যাসই ঐতিহাসিক ছিল। চারটি উপন্যাসই মুঘল যুগের ১০০ বছরের মধ্যে সংঘটিত হয়েছিল। এ জন্য উপন্যাস চারটি একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে। |
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | কল্পতরু'; এটি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস |
ভূদেব মুখোপাধ্যায় | ঐতিহাসিক উপন্যাস' (1857): বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় নিদর্শন |
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী | রূপজালাল' (1876): এটি আত্মজীবনীমূলক রচনা |
নজিবর রহমান সাহিত্যরত্ন | আনোয়ারা' (1914); এতে বাঙালি মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে। |
মোহাম্মদ মোজাম্মেল হক | জোহরা' (1926); এতে তৎকালীন মুসলিম সমাজের নারীদের প্রতি অন্যায় ও অত্যাচারের চিত্র অঙ্কিত হয়েছে।কন্যার মতামত অগ্রাহ্য করে আত্নীয়-স্বজনেরা বিয়ে দিতে গিয়ে কন্যার জীবনে যে দুর্ভোগ সৃষ্টি করে তারই সার্থক রুপায়ণ এ উপন্যাস। |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | ধাত্রীদেবতা', 'গণদেবতা', 'পঞ্চগ্রাম', 'একটি কালো মেয়ের কাহিনী', 'হাঁসুলি বাঁকের উপকথা', 'ছবি', 'অরণ্যবহ্নি', 'চৈতালি ঘূর্ণি', 'জলসাঘর' |
কাজী নজরুল ইসলাম | বাঁধনহারা' (1927): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস স, 'কুহেলিকা', 'মৃত্যুক্ষুধা' |
মানিক বন্দ্যোপাধ্যায় | জননী' (1935): এটি তাঁর রচিত প্রথম উপন্যাস , 'পদ্মানদীর মাঝি', 'পুতুলনাচের ইতিকথা', 'শহরতলী', 'অমৃতস্য পুত্রা', 'অহিংসা', 'আরোগ্য', 'দিবারাত্রির কাব্য', 'সোনার চেয়ে দামি', 'স্বাধীনতার স্বাদ' |
আনোয়ার পাশা | রাইফেল রোটি আওরাত' |
সেলিনা হোসেন | হাঙর নদী গ্রেনেড', 'পোকামাকড়ের ঘরবসতি', 'নিরন্তর ঘন্টাধ্বনি' |
শওকত ওসমান | জননী' (1958): প্রথম প্রকাশিত উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়', 'দুই সৈনিক', 'নেকড়ে অরণ্য', 'জলাঙ্গী', 'বনি আদম', 'ক্রীতদাসের হাসি', 'সমাগম', 'চৌরসন্ধি', 'রাজা উপাখ্যান', 'পতঙ্গ পিঞ্জর' |
দিলারা হাশেম | ঘর মন ও জানালা', 'আমলকীর মৌ' |
অন্নদাশঙ্কর রায় | সত্যাসত্য' ; বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাস যা ছয় খন্ডে প্রকাশিত। |
শওকত আলী | প্রদোষে প্রাকৃতজন', 'কুলায় কালস্রোত', 'ওয়ারিশ' |
আবু জাফর শামসুদ্দীন | পদ্মা মেঘনা যমুনা, দেয়াল |
স্বর্ণকুমারী দেবী | দীপনির্বাণ, মেবার রাজ |
রশীদ করিম | উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ |
কাজী ইমদাদুল হক | আব্দুল্লাহ (১৯৩৩) |
ইমদাদুল হক মিলন | রূপনগর, সারাবেলা, নদী উপাখ্যান |
নারায়ন গঙ্গোপাধ্যায় | বৈতালিক |
প্রমথনাথ বিশী | কেরী সাহেবের মুন্সী, লালকেল্লা |
হুমায়ুন কবির | নদী ও নারী |
অদ্বৈত মল্লবর্মণ | তিতাস একটি নদীর নাম |
ডা. লুৎফর রহমান | সরলা |
হরপ্রসাদ শাস্ত্রী | বেণের মেয়ে |
জাহানারা ইমাম | অন্যজীবন |
মাহমুদুল হক | অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, কালো বরফ, অশরীরী, পাতালপুরী, খেলাঘর, মাটির জাহাজ |
শহীদুল জহির | জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি, আবু ইব্রাহিমের মৃত্যু |
অচিন্ত্যকুমার সেনগুপ্ত | কাকজ্যোৎস্না (১৯৩১), বেদে, বিবাহের চেয়ে বড়, প্রথম কদমফুল |
সুনীল গঙ্গোপাধ্যায় | আত্মপ্রকাশ, পূর্ব-পশ্চিম |
আব্দুর রাজ্জাক | কন্যাকুমারী |
নুরজাহান বেগম | আগুনমুখার মেয়ে |
হাসন রাজা | লোকে সিন্ধু |
রাজিয়া খান | বটতলার উপন্যাস |
খান মুহম্মদ মঈনুদ্দিন | অনাথিনী |
সৈয়দ মুস্তাফা সিরাজ | অলীক মানুষ |
জরাসন্ধ | ন্যায়দণ্ড |
আকবর হোসেন | দু'দিনের খেলাঘর |
সত্যেন সেন | অভিশপ্ত নগরী, পাপের সন্তান |
সরদার জয়েনউদ্দীন | অনেক সূর্যের আশা, বিধ্বস্ত রোদের ঢেউ |