বিখ্যাত বাংলা গান
গান (Song) | কথা (Lyrics) | সুর (Tune) |
ধনধান্য পুষ্প ভরা' | দ্বিজেন্দ্রলাল রায় | দ্বিজেন্দ্রলাল রায় |
আমার সোনার বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর |
বাংলার মাটি বাংলার জল | ||
সার্থক জনম আমার | ||
ও আমার দেশের মাটি | ||
আজি বাংলাদেশের হৃদয় হতে | ||
দুর্গগমগিরি কান্তার মরু | কাজী নজরুল ইসলাম | কাজী নজরুল ইসলাম |
এই শিকল পরা ছল | ||
আমি যুগে যুগে আসিয়াছি | ||
জনতার সংগ্রাম চলবেই | সিকান্দার আবু জাফর | শেখ লুৎফর রহমান |
রাষ্ট্র ভাষার আন্দোলন করিলিরে | মো: সামসুদ্দিন | আলতাফ মাহমুদ |
সোনা মোড়ানো বাংলা | মকসুদ আলী খান | মকসুদ আলী খান |
মাগো ভাবনা কেন | গৌরীপ্রসন্ন মজুমদার | হেমন্ত মুখোপাধ্যায় |
শোন একটি মুজিবরের থেকে | অংশুমান রায় | |
বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ | সমর দাস | |
রক্তের প্রতিশোধ রক্তে নেব আমরা | আপেল মাহমুদ | আপেল মাহমুদ |
দাম দিয়ে কিনেছি বাংলা | আবদুল লতিফ | আবদুল লতিফ |
সোনা সোনা সোনা লোকে বলে | ||
আয়রে আমার দামাল ছেলে | আখতার হুসেন | শওকত হায়াত খান |
মাগো তোমার সোনা মানিক | রাহাত খান | সুখেন্দু চক্রবর্তী |
জনতার মুখগুলি | শেখ লুৎফর রহমান | |
ভয় কি মরণে | মুকুন্দ দাস | মুকুন্দ দাস |
রক্ত শিমুল তপ্ত পলাশ | শেখ লুৎফর রহমান | |
অজ্ঞাত | ||
ভেবো না গো মা তোমার ছেলেরা | মোস্তাফিজুর রহমান | সমর দাস |
তীর হারা এই ঢেউয়ের সাগর | গোবিন্দ হালদার | আপেল মাহমুদ |
রক্ত দিয়ে নাম লিখেছি | আবুল কাসেম সন্দ্বীপ | সুজেয় শ্যাম |
পতাকা আমার মায়ের মুখের মত | কাজী রোজী | মাইনুল ইসলাম খান |
ঘুমের দেশে ঘুম ভাঙাতে | বদরুল হাসান | আলতাফ মাহমুদ |
লাঞ্চিত নিপীড়িত জনতার জয় | মতলুব আলী | শেখ লুৎফর রহমান |
জন্ম আমার ধন্য হল | নইীম গহর | আজাদ রহমান |
বিজয় নিশান উড়ছে ওই | শহীদুল ইসলাম | সুজেয় শ্যাম |
আগুন নিভাইব কেরে | সত্যেন সেন | শেখ লুৎফর রহমান |
রক্তে আমার আবার প্রলয় দোলা | আবদুল গাফফার চৌধুরী | আলতাফ মাহমুদ |
ও আমার বাংলা মা তার | আবদুল ওমরাহ মো. ফখরুদ্দিন | আলাউদ্দিন আলী |
বিচারপতি তোমার বিচার করবে | সলিল চৌধুরী | সলিল চৌধুরী |
চাষাদের মুটেদের মজুরের | আলী মহসীন রাজা | খাদেমুল ইসলাম বসুনিয়া |
ওরে মাঝি নৌকা ছেড়ে দে | শহীদ সাবের | শেখ লুৎফর রহমান |
ওরা আমার গান গাইতে দেয় না | মূল: নজিম হিকমত, অনু: কমল সরকার | কমল সরকার |
আমরা পূর্বে পশ্চিমে | শহীদুল্লা কায়সার | আলতাফ মাহমুদ |
জয় বাংলা বাংলার জয় | গাজী মাজহারুল আনোয়ার | আনোয়ার পারভেজ |