বিখ্যাত বাংলা গান

বিখ্যাত বাংলা গান

গান (Song)কথা (Lyrics)সুর (Tune)
ধনধান্য পুষ্প ভরা'দ্বিজেন্দ্রলাল রায়দ্বিজেন্দ্রলাল রায়
আমার সোনার বাংলারবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর
বাংলার মাটি বাংলার জল
সার্থক জনম আমার
ও আমার দেশের মাটি
আজি বাংলাদেশের হৃদয় হতে
দুর্গগমগিরি কান্তার মরুকাজী নজরুল ইসলামকাজী নজরুল ইসলাম
এই শিকল পরা ছল
আমি যুগে যুগে আসিয়াছি
জনতার সংগ্রাম চলবেইসিকান্দার আবু জাফরশেখ লুৎফর রহমান
রাষ্ট্র ভাষার আন্দোলন করিলিরেমো: সামসুদ্দিনআলতাফ মাহমুদ
সোনা মোড়ানো বাংলামকসুদ আলী খানমকসুদ আলী খান
মাগো ভাবনা কেনগৌরীপ্রসন্ন মজুমদারহেমন্ত মুখোপাধ্যায়
শোন একটি মুজিবরের থেকেঅংশুমান রায়
বাংলার হিন্দু বাংলার বৌদ্ধসমর দাস
রক্তের প্রতিশোধ রক্তে নেব আমরাআপেল মাহমুদআপেল মাহমুদ
দাম দিয়ে কিনেছি বাংলাআবদুল লতিফআবদুল লতিফ
সোনা সোনা সোনা লোকে বলে
আয়রে আমার দামাল ছেলেআখতার হুসেনশওকত হায়াত খান
মাগো তোমার সোনা মানিকরাহাত খানসুখেন্দু চক্রবর্তী
জনতার মুখগুলিশেখ লুৎফর রহমান
ভয় কি মরণেমুকুন্দ দাসমুকুন্দ দাস
রক্ত শিমুল তপ্ত পলাশ শেখ লুৎফর রহমান
 অজ্ঞাত 
ভেবো না গো মা তোমার ছেলেরামোস্তাফিজুর রহমানসমর দাস
তীর হারা এই ঢেউয়ের সাগরগোবিন্দ হালদারআপেল মাহমুদ
রক্ত দিয়ে নাম লিখেছিআবুল কাসেম সন্দ্বীপসুজেয় শ্যাম
পতাকা আমার মায়ের মুখের মতকাজী রোজীমাইনুল ইসলাম খান
ঘুমের দেশে ঘুম ভাঙাতেবদরুল হাসানআলতাফ মাহমুদ
লাঞ্চিত নিপীড়িত জনতার জয়মতলুব আলীশেখ লুৎফর রহমান
জন্ম আমার ধন্য হলনইীম গহরআজাদ রহমান
বিজয় নিশান উড়ছে ওইশহীদুল ইসলামসুজেয় শ্যাম
আগুন নিভাইব কেরেসত্যেন সেনশেখ লুৎফর রহমান
রক্তে আমার আবার প্রলয় দোলাআবদুল গাফফার চৌধুরীআলতাফ মাহমুদ
ও আমার বাংলা মা তারআবদুল ওমরাহ মো. ফখরুদ্দিনআলাউদ্দিন আলী
বিচারপতি তোমার বিচার করবেসলিল চৌধুরীসলিল চৌধুরী
চাষাদের মুটেদের মজুরেরআলী মহসীন রাজাখাদেমুল ইসলাম বসুনিয়া
ওরে মাঝি নৌকা ছেড়ে দেশহীদ সাবেরশেখ লুৎফর রহমান
ওরা আমার গান গাইতে দেয় নামূল: নজিম হিকমত, অনু: কমল সরকারকমল সরকার
আমরা পূর্বে পশ্চিমেশহীদুল্লা কায়সারআলতাফ মাহমুদ
জয় বাংলা বাংলার জয়গাজী মাজহারুল আনোয়ারআনোয়ার পারভেজ
Reference: অগ্রদূত বাংলা