প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প/ গল্পগ্রন্থ
গল্পগ্রন্থের নাম | গল্পকারের নাম | প্রকাশকাল |
ভিখারিনী | রবীন্দ্রনাথ ঠাকুর | 1874 |
মন্দির (গল্প) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | 1903 |
চার ইয়ারী কথা | প্রমথ চৌধুরী | 1916 |
ব্যথার দান | কাজী নজরুল ইসলাম | 1922 |
তাজিয়া | মাহবুবুল আলম | 1929 |
মাটির পৃথিবী | আবুল ফজল | 1940 |
জেগে আছি (গল্প) | আলাউদ্দীন আল আজাদ | 1950 |
জিবরাঈলের ডানা | শাহেদ আলী | 1952 |
কৃষ্ণপক্ষ | আবদুল গাফ্ফার চৌধুরী | 1959 |
ক্ষীয়মাণ | আবদুস শাকুর | 1961 |
রোকেয়ার নিজের বাড়ি | আবদুল হক | 1967 |
উম্মুল বাসনা | শওকত আলী | 1968 |
শালবনের রাজা | আবুল খায়ের মুসলেহউদ্দীন | 1972 |
অন্য ঘরে অন্য স্বর | আখতারুজ্জামান ইলিয়াস | 1976 |
সত্যের মতো বদমাশ | আবদুল মান্নান সৈয়দ | 1978 |
পানকৌড়ির রক্ত | আল মাহমুদ | 1975 |
পঞ্চশর | প্রেমেন্দ্র মিত্র | 1929 |
সমুদ্রের স্বপ্ন ও শীতের অরণ্য | হাসান আজিজুল হক | 1964 |