জীবনচরিত :মুহাম্মদ (স.)
কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয়, তাই জীবনী সাহিত্য। মধ্যযুগে চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত কাব্যগুলো বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস। পরবর্তীতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানব
মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনী নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে, যা সীরাত গ্রন্থ হিসেবে পরিচিত।
প্র. জীবনচরিত কী?
উ. কোনো মহান পুরুষের জীবনী নিয়ে আলোচিত সাহিত্যই জীবনচরিত। এর অপর নাম 'সীরাত গ্রন্থ'।