আরাকান রাজসভা

আরাকান রাজসভা

দেব-দেবীদের মাহাত্ম্য কীর্তনে যখন মুখরিত মধ্যযুগের বাংলা সাহিত্য, তখন বার্মার অন্তর্ভুক্ত 'মগের মুল্লুক' এ আরাকানের বৌদ্ধ রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা অনুবাদ সাহিত্যের যে বিকাশ সাধিত হয় তা বিশেষভাবে উল্লেখযোগ্য। মায়ানমারের উত্তর-পশ্চিম সীমায় এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রের তীরে আরাকানের অবস্থান। আরাকানকে বাংলা সাহিত্যে 'রোসাঙ্গ' নামে অভিহিত করা হয়। মধ্যযুগে ধর্মসংস্কারমুক্ত ঐহিক কাব্যকথার প্রবর্তন করেন মুসলমান কবিগণ এবং তা আরাকান রাজসভাকে কেন্দ্র করে রূপায়িত হয়ে উঠে। একান্ত মানবিক প্রেমাবেদন-ঘনিষ্ঠ এসব কাব্য অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এ সময়ের কবিগণের পুরোধা দৌলত কাজী বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ হিসেবে বিশেষ উল্লেখযোগ্য।

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

প্রশ্ন. আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি কে? 

উত্তর। দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম 'লোরচন্দ্রাণী ও সতীময়না'। এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খণ্ডে রচিত।

প্রশ্ন. আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে? 

উত্তর। আলাওল। 'পদ্মাবতী' (১৬৪৮), 'সয়ফুলমূলক বদিউজ্জামাল', 'হপ্তপয়কর', 'সিকান্দরনামা', 'তোহফা' তাঁর উল্লেখযোগ্য রচনা।

প্রশ্ন. পদ্মাবতী কে রচনা করেন? 

উত্তর। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল 'পদ্মাবতী' (১৬৪৮) রচনা করেন।

প্রশ্ন. 'চন্দ্রাবতী' কে রচনা করেন? 

উত্তর। কোরেশী মাগন ঠাকুর। তিনি ছিলেন রোসাঙ্গরাজের প্রধানমন্ত্রী। তিনি আলাওলের 'পদ্মাবতী' ও 'সয়ফুলমূলক বদিউজ্জামাল' কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা দান করেন।

প্রশ্ন. বাংলা সাহিত্যে আরাকানকে কি বলা হয়? 

উত্তর। 'রোসাঙ্গ'। সপ্তদশ শতকে এ অঞ্চল বাংলা সাহিত্যের ব্যাপক প্রসারে বিশেষ অবদান রাখে।

আরাকান রাজসভার বাংলা সাহিত্য
সাহিত্যিক সাহিত্যকর্ম
দৌলত কাজীলোরচন্দ্রাণী ও সতীময়না' (১৬৫৯)
আলাওলপদ্মাবতী', 'হপ্তপয়কর', 'সিকান্দরনামা', 'তোহফা' (নীতিকাব্য), 'সয়ফুলমূলক বদিউজ্জামাল'
কোরেশী মাগন ঠাকুরচন্দ্রাবতী'
মরদননসীরানামা'
আবদুল করিম খন্দকারদুল্লা মজলিস', 'নূরনামা'
Reference: অগ্রদূত বাংলা