নাথ সাহিত্য

নাথ সাহিত্য

দশম ও একাদশ শতক ছিল নাথ ধর্মের বিকাশের ঐতিহাসিক যুগ এবং নাথ ধর্মের এই শ্রেষ্ঠ যুগেই নাথ সাহিত্যের সূচনা। আদিনাথ শিব, মীননাথ, হাড়িপা ও কানুপা - এই চারজন সিদ্ধাচার্যের মাহাত্ম্যসূচক অলৌকিক কাহিনী অবলম্বনে নাথ সাহিত্যের বিকাশ ঘটে।

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

প্র. নাথ সাহিত্য কী? (৩০তম বিসিএস লিখিত)

উ. বৌদ্ধ ধর্মমতের সাথে শৈবধর্ম মিশে 'নাথধর্ম' এর উদ্ভব। মধ্যযুগে শিব উপাসকদের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে এক শ্রেণির ধর্ম প্রচারকারী সাহিত্য।

প্র. নাথ সাহিত্য কত প্রকার ও কী কী?

উ. ২ প্রকার। যথা:

  • মীননাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী। 
  • রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস।

প্র. মুসলমান হয়েও কে নাথ সাহিত্য রচনা করেন/ নাথ সাহিত্যের প্রধান কবি কে? (৩০তম বিসিএস লিখিত)

উ. শেখ ফয়জুল্লাহ। তিনি নাথ সাহিত্যের আদি কবি এবং তাঁর নাথ ধর্মবিষয়ের আখ্যানকাব্যের নাম 'গোরক্ষ বিজয়'। এ কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন।

প্র. নাথ সাহিত্যের অন্যান্য কবি কারা?

উ. শুকুর মুহম্মদ (তাঁর লেখা নাথ সাহিত্য- 'গোপীচাঁদের সন্ন্যাস')। ভীমসেন রায়, শ্যামদাস সেন, ভবানী দাস।

 

Reference: অগ্রদূত বাংলা