লুইপা

চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। তিনি ২টি পদ রচনা করেন। যথা: ১ ও ২৯। হরপ্রসাদ শাস্ত্রীর মতে, তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, তিনি শবরপার শিষ্য ছিলেন। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেয়া হয়। ।

Reference: অগ্রদূত বাংলা