উত্তরঃ Affiliate program এর মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।কিভাবে?
আমাদের প্লাটফরমে বিভিন্ন শিক্ষক, প্রকাশনী বা কোচিং সেন্টারগুলো পেইড পরীক্ষা নিয়ে থাকেন। ছাত্র/ছাত্রীরা একটা নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে তাদের কোর্সে ভর্তি হন। শিক্ষকদের কোর্সে ভর্তি ছাড়া কেউ তাদের পরীক্ষার লিংক জানলেও পরীক্ষা দিতে পারে না। প্রাইভেট গ্রুপে পরীক্ষা নেওয়া লাগে না। প্রাইভেট গ্রুপে পরীক্ষা নিলেও যদি কেউ লিংক শেয়ার করে তবে অন্যরা পরীক্ষা দিতে পারে তবে আমাদের এই সিস্টেমে পেইড পরীক্ষাগুলোর লিংক জানলেও কেউ দিতে পারে না যদি না কোর্সে ভর্তি হয়। আপনি যদি সেই সমস্ত কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারেন তবে একটা নির্দিষ্ট পরিমান টাকা আপনি পাবেন। যা আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং মাস শেষে আপনি বিকাশ/রকেট বা নগদের মাধ্যমে তুলতে পারবেন।বা আপনি চাইলে আপনার আয় করা টাকা দিয়ে যেকোন কোর্সে ভর্তি হতে পারবেন। কত টাকা আয় করলেন, কত টাকা পেন্ডিং এ আছে সবই দেখতে পাবেন। আজ থেকেই এটার শুভ সূচনা হলো। সবাইকে অংশগ্রহন করতে অনুরোধ করা হলো। তবে আপনার রোল নং থাকা লাগবে। রোল নং না থাকলে ফ্রি -তে রেজিষ্টে্রশন করে রোল নং নিয়ে নিবেন। অবশ্যই মনে রাখবেন আমাদের #MAKEMCQ তে সবকিছূই ফ্রি শুধুমাত্র যেসব শিক্ষক টাকার বিনিময়ে পরীক্ষা নেন তাদের কোর্সে টাকা দিয়ে ভর্তি হতে হয়। তাই Affiliate program এর মাধ্যমে টাকা আয় করতে কোন ফি বা টাকা লাগবে না। সুতরাং সবাই নিচের লিংক থেকে বিভিন্ন পেইড কোর্স শেয়ার করুন আর আয় করুন।
বিস্তারিত