১. বিষয় ও টপিকস্ অনুযায়ী আপনাকে প্রতিদিন পড়াশুনা করতে হবে।
২. টপিকস্ এর সাথে সম্পর্কিত আমাদের সিস্টেমে প্রতিদিন MCQ অ্যাড করতে হবে [মিনিমাম ২ টা, চাইলে বেশি ও করতে পাারবেন] । যাতে অন্যরা আপনার প্রশ্নে পরীক্ষা দিতে পারে। প্রতিসেট প্রশ্নে ২০ টা MCQ হলেই প্রশ্নপত্রটি প্রকাশ করা হবে, যে প্রশ্নে অন্যরা পরীক্ষা দিবে।
৪. যারা MCQ অ্যাড করবে না তাদেরকে ৪১ বি সি এস গ্রুপ স্টাডি থেকে বাদ দেওয়া হবে।
৩. অবশ্যই আমাদের সাইটের মেম্বর হতে হবে। যারা অলরেডি মেম্বর আছেন তাদের আর মেম্বর হতে হবে না। তাদের যে রোল নম্বর আছে তাই দিয়ে লগিন করতে হবে।
যারা মেম্বর হননি তারা নিচের ফর্ম পূরণ করুন। আপনাকে একটি রোল নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে। যা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কেননা আমাদের সাইটে লগিন করতে রোল নম্বর ও পাসওয়ার্ড লাগবে।
পরবর্তীতে সকল মডেল টেস্ট ও চাকারির নটিফিকেশন মোবাইলে পেতে এখনই সাইন আপ করুনঃ